ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অধিভুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
অধিভুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঢাকা: সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রোববার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৩ হাজার শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিতে ব্যর্থ। সেখানে তারা সাত কলেজের ২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীদের দ্বায়ভার নিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকরা সাত কলেজের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের বঞ্চিত হতে হচ্ছে।

নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কলেজের কাজ না করার অনুরোধ জানিয়ে এ শিক্ষার্থীরা বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবার সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে। সাত কলেজ বাতিল না করলে পরীক্ষা শেষে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাত কলেজের কারণে ঢাবি শিক্ষার্থীদের আত্মমর্যাদা ক্ষুণ্ন হচ্ছে দাবি করে তারা বলেন, ঢাবি প্রাঙ্গণে সাত কলেজের ভবন নির্মাণ করা যাবে না। ঢাবি শিক্ষার্থীরা কোনো প্রহসন মেনে নেবে না।

শিক্ষার্থীরা বলেন, দাবি না মানলে রাজপথ থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেওয়া হবে। রাজু, ভিসি অফিস, রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্বাস উদ্দিন, অ্যাকাউন্টিং বিভাগের ২০২১-২২ সেশনের নাফিউর রহমান রাকিবসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।