ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া জানাল ডিজি অফিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
প্রাথমিক শিক্ষকদের সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া জানাল ডিজি অফিস

ঢাকা: সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (৫ নভেম্বর) অধিদপ্তর থেকে এ সংকান্ত নির্দেশনা বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর স্মারকে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী নির্ধারিত ফরমেটে নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় নবম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ তাঁর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের নিকট, দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তাগণ (১০ম গ্রেড) নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট এবং গ্রেড ১১ থেকে গ্রেড ২০ পর্যন্ত কর্মচারীগণ তাঁদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সম্পদের বিবরণী দাখিলের কথা বলা হয়েছে। সে মোতাবেক সম্পদ বিবরণী দাখিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীরদের নির্দেশনা প্রদান করা হলো।
 
ক) বিভাগীয় কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা অফিস/পিটিআই/উপজেলা/থানা শিক্ষা অফিস/ইউআরসি এর ক্যাডার/প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (৯ম গ্রেড এবং তদূর্ধ্ব) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাঁর দুই প্রস্থ সম্পদ বিবরণী দাখিল করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তা তালিকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।
 
খ) বিভাগীয় কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা অফিস/পিটিআই/উপজেলা/থানা শিক্ষা অফিস/ইউআরসির দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তাগণ (১০ম গ্রেড) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তা তালিকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।
 
গ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ স্ব স্ব উপজেলা/থানা শিক্ষা অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের কাছে তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ না হলেও প্রধান শিক্ষকের অধিকাংশ কার্যক্রম বিভাগীয় কার্যালয় থেকে সম্পাদিত হয় বিধায় এবং প্রধান শিক্ষকের সংখ্যা আধিক্য বিবেচনায় তা বিভাগীয় উপপরিচালকগন নিজ কার্যালয়ে সংরক্ষণ করবেন।
 
ঘ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ স্ব স্ব উপজেলা/থানা শিক্ষা অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ তা নিজ কার্যালয়ে সংরক্ষণ করবেন।
 
ঙ) বিভাগীয় কার্যালয়/জেলা প্রাথমিক শিক্ষা অফিস/পিটিআই/উপজেলা/থানা শিক্ষা অফিস/ইউআরসির অধীনস্থ গ্রেড ১১ থেকে গ্রেড ২০ পর্যন্ত কর্মচারীগণ সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। বিভাগীয় উপপরিচালকগণ তা তালিকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।
 
চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখায় তাঁর সম্পদ বিবরণী দাখিল করবেন। নবম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ দুই প্রন্থ সম্পদ বিবরণী দাখিল করবেন।
 
আগামী ২৫ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদপ্তরের পরিচালক, বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআরই সুপারিনটেনডেন্ট, উপজেলা/থানা শিক্ষা অফিসার/ইউআরসি ইন্সট্রাক্টরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।