ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্ষপদ্ধতি চালুর দাবিতে রাবি আইন অনুষদ শিক্ষার্থীদের অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
বর্ষপদ্ধতি চালুর দাবিতে রাবি আইন অনুষদ শিক্ষার্থীদের অনশন রাবির প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুনরায় বর্ষ পদ্ধতি চালুর দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।  

বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা।



এই বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা আর সেমিস্টার পদ্ধতিতে যেতে চান না। তাদের আগের মতো ইয়ারলি পদ্ধতিতে (বর্ষ পদ্ধতি) নিয়ে যেতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

কর্মসূচিতে ‘আইন বিভাগ’ এবং ‘আইন ও ভূমি প্রশাসন’ দুই বিভাগের দুই শিক্ষাবর্ষ থেকে ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে মিলে ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে ‘দফা এক দাবি এক, ইয়ারে কামবাক', 'জেগেছে রে জেগেছে, আইন অনুষদ জেগেছে', আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

রাবি আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ রাফিন জানান, এর আগে অ্যাকাডেমিক কাউন্সিল বিষয়টি নিয়ে বসেছে। কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত সেখান থেকে আসেনি। তাই তারা দাবি আদায়ে আবারও আন্দোলন কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন করবেন। প্রয়োজনে তাদের মৃত্যু হবে। তবুও দাবি আদায় করে তারা এখান থেকে যাবেন।

আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আরমান বলেন, সেমিস্টার থেকে বর্ষপদ্ধতিতে ফেরার দাবিতে প্রথম থেকেই তারা গণতান্ত্রিক উপায়ে এগিয়েছেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু কোনো সমাধান বা সিদ্ধান্ত আসেনি। তাই তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

এদিকে আইন বিভাগের শিক্ষার্থীদের এমন কর্মসূচির পর রাবি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগকে সেমিস্টার পদ্ধতিতে নিয়ে যায় রাবি প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।