ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির ছাত্রলীগের আরও দুই নেতা গ্রেপ্তার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
শাবিপ্রবির ছাত্রলীগের আরও দুই নেতা গ্রেপ্তার

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত সাহাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (০৮ অক্টোবর) ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান জানান, গ্রেপ্তার শাবিপ্রবি ছাত্রলীগের দুই নেতাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগ সরকার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৮ জুলাই শাবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলা আসামি তারা। এছাড়া আন্দোলনের সময় সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি এই দুই ছাত্রলীগ নেতা।

অমিত সাহা শাবিপ্রবির শাহপরান হলে ৪২৩নং কক্ষে থাকতেন। আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অভিযানে তার রুম থেকে রিভলবার ও শর্টগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়। এরআগে একই মামলার আসামি হিসেবে শাবি ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেফতার করে র‍্যাব।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।