ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম একদিনের জন্য স্থগিত

 স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
ববিতে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম একদিনের জন্য স্থগিত ফাইল ছবি

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতের ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তারা এখন পরীক্ষা দেওয়া কিংবা শ্রেণিকক্ষে আসা সম্ভব নয়। তাই একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

তাই নোটিশে অনিবার্য কারণে পাঠদান ও পরীক্ষা একদিনের জন্য স্থগিত করা কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর, ০৪, ২০২৪
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।