ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চানখারপুল মোড় আটকে দিলেন কোটাবিরোধীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
চানখারপুল মোড় আটকে দিলেন কোটাবিরোধীরা

ঢাকা: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর চানখারপুল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা চানখারপুল মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে হানিফ ফ্লাইওভারের ঢালসহ ওই এলাকার চারপাশ স্থবির হয়ে রয়েছে। কোনো যানবাহন চলছে না। যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

সেখানে পুলিশ সদস্যরাও অবস্থান নিয়েছেন। উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, অবরোধকারীদের নিরাপত্তার জন্যই তারা সেখানে অবস্থান নিয়েছেন।

সেখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে।  

এদিকে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবি আদায়ে সোমবার টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।  

কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিল, অবরোধ করছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।