ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইডেন কলেজের নতুন অধ্যক্ষ ফেরদৌসী বেগম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
ইডেন কলেজের নতুন অধ্যক্ষ ফেরদৌসী বেগম

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইডেন মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ফেরদৌসী বেগম। তিনি এর আগে কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

 

মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব চোধুরী সামিয়া ইয়াসমীন।  

এর আগে ইডেনের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন সুপ্রিয়া ভট্টাচার্য। তিনি অবসরে যাওয়ায় ফেরদৌসী বেগম তার স্থলাভিষিক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।