ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির বিতর্কিত শিক্ষক নাসিরকে অর্থ পরিচালক থেকে অব্যাহতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
জবির বিতর্কিত শিক্ষক নাসিরকে অর্থ পরিচালক থেকে অব্যাহতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): আর্থিক খাতে অনিয়মের জন্য নানা সময় সংবাদের শিরোনাম হওয়া শিক্ষক অধ্যাপক ড. কাজী নাসির উদ্দিনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে।

রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ১ জানুয়ারি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে ২০১৯ সালের ২৩ জুন কাজী নাসির উদ্দিনকে অর্থ পরিচালকের হিসেবে নিয়োগ দেওয়া হয়। নানা গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে, এ শিক্ষক হিসাব দপ্তরের পরিচালক পদে যোগদানের প্রথম ৮ দিনেই নিজ ব্যাংক অ্যাকাউন্টে (নাম্বার ৩৪০২৪৭৮৮) বিশ্ববিদ্যালয়ের ৫৪ হাজার টাকা সরিয়ে নেন। অর্থ মন্ত্রণালয়ের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সব ধরণের সম্মানি সিন্ডিকেটের মূল হোতা বনে যান। এছাড়া সাবেক ট্রেজারারের সময় বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যাংকে বিনিয়োগের কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন।

অর্থ পরিচালক পদে দেড় বছর আগে (২০২১ সালের ২২ জুন) তার মেয়াদ শেষ হয়। তবে সাবেক ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদের প্রিয় পাত্র হওয়ায় তিনি স্বপদে বহাল ছিলেন। ওই পদে তাকে অনির্দিষ্টকালের জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অর্থ, কোন খাতে কত টাকা বরাদ্দ দিতে হবে, এমনকি বিশ্ববিদ্যালয়ের বাজেট ট্রেজারারের করার কথা থাকলেও নাসির উদ্দিন সাবেক ট্রেজারারের বাজেট উপস্থাপন করতেন বলে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।