ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে আবারও সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে আবারও সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা

শাবিপ্রবি (সিলেট): বিশেষ বিবেচনায় সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তির সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন খালি থাকায় ২০২২-২৩ সেশনে পুনরায় ভর্তি কার্যক্রম শুরু করে গুচ্ছ ভর্তি কমিটি।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

তিনি জানান, ২০২২-২০১৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তির (বিশেষ পর্যায়) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে ৬ অক্টোবর রাত ১১টা ৫৯ পর্যন্ত মধ্যে জিএসটির ওয়েবসাইট https://gstadmission.ac.bd/ থেকে প্রাথমিক আবেদন করতে পারবে। এতে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি বাবদ পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।

তিনি আরও জানান, প্রাথমিক ভর্তি শেষে আগামী ৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দিতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ভর্তি ফি দিয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন শিক্ষার্থীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে, পছন্দক্রমে অন্তর্ভূক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোটায় ভর্তির ক্ষেত্রেও একই নিয়ম থাকবে।

এছাড়া প্রাথমিক ভর্তি ফি বাবদ পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পর নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে। পরে আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ হারাবে।

গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অনেক শিক্ষার্থীর স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার৷ আমরা চাই না কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আসনও খালি থাকুক। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদেরকে আবারও ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।

পরিশেষে তিনি বলেন, এবারও আমরা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে গুচ্ছের ভর্তি কার্যক্রম শেষ করতে পেরেছি৷ এতে সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।