ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাজার করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী মারা গেছেন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ৬, ২০২৩
বাজার করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী মারা গেছেন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন মারা গেছেন।  

শনিবার (৬ মে) সকাল ৬টা বেজে ১৫ মিনিটে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও মেহেদীর মামা বিষয়টি নিশ্চিত করেন।

 

মেহেদী হাসান শাওন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়। মেহেদীর শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসকরা।

মেহেদীর মামা আলমাস হোসেন বলেন, আগুনে পুড়ে অনেক কষ্ট সহ্য করেছে মেহেদী। রাতে শ্বাসকষ্ট শুরু হয়। আজ সকালে মৃত্যু হয়েছে তারা।  

এরআগে পহেলা মে সোমবার সকাল ৯ টার দিকে রাজধানীর পুরান ঢাকার ধূপখোলা বাজারের রাস্তার পাশের গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।  ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে সোমবার ধূপখোলায় বাজার করতে গেলে এ ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় শাওনসহ ৮ জন দগ্ধ হয়।

মেহেদীর মেস মেম্বার ও বন্ধু হাসান আলী জানান, ঘটনার দিন সকালে মেসে কে প্রথম বাজার করবে তা নিয়ে কথা উঠলে শাওনই বাজার করতে রাজি হয়। এরপর সকাল ১০টার দিকে সে ধূপখোলা মাঠের পাশে বাজারের জন্য চলে যায়। এর কিছুক্ষণ পরে মেসের নিচে থাকা সেলুন খবর দেন মেহেদী দগ্ধ হয়েছে। এরপর তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে আনা হয়। টানা ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেল মেহেদী।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মোস্তফা কামাল বলেন, মেহেদীর মৃত্যুতে আমরা শোকাহত। এঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।