ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি: প্রথম দিনে বাগেরহাটে অনুপস্থিত ৩৫৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসএসসি: প্রথম দিনে বাগেরহাটে অনুপস্থিত ৩৫৮

বাগেরহাট: বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ছিল ৩৫৮ শিক্ষার্থী।  

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় এসব শিক্ষার্থীরা অনুপস্থিত ছিল।

 

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে বাগেরহাটে এসএসসি (সাধারণ) পরীক্ষায় ২৭টি কেন্দ্রে ১২ হাজার ৮৭৭ জন, দাখিল (মাদরাসা) ১০টি কেন্দ্রে ৩ হাজার ৯৯৮ ও এসএসসি (কারিগরি) ১ হাজার ৪৪৩ শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে এসএসসি (সাধারণ) ১২০, দাখিল (মাদরাসা) ২০৭ ও এসএসসি (কারিগরি) ৩১ জন অনুপস্থিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।