ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
‘বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার।

শনিবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অ্যাসোসিয়েশন অব হুমবোল্ড ফোলোজ বাংলাদেশের (এএইচএফবি) উদ্যোগে দিনব্যাপী এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সেমিনার উদ্বোধন করেন। এএইচএফবি সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.শাহীদুর রশীদ ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এএইচএফবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সামছুল আলম ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত আকিম ট্রোস্টার বলেন, প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এবং জার্মানীর মধ্যে যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্প চালু এবং বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের বিকল্প নেই। বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান।  

তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। এই বৈজ্ঞানিক সেমিনারে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের তরুণ গবেষকরা উপকৃত হবেন এবং উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে দিক-নির্দেশনা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসকেবি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।