ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যেসব মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৩৫ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
যেসব  মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৩৫ শিক্ষার্থী

নীলফামারী: এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজ থেকে এবার ৩৫ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

 

এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল।

এবারে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হচ্ছেন- নিলয় ঢাকা মেডিকেল কলেজ, পারভেজ ঢাকা মেডিকেল কলেজ, কানিজ ফাতেমা ঢাকা মেডিকেল কলেজ, মাইশা ঢাকা মেডিকেল কলেজ, রকিবুল হাসান সিফাত রংপুর মেডিকেল কলেজ, সায়েম রাজশাহী মেডিকেল কলেজ, শহীদ আফ্রিদি ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাফিয়া সুলতানা মাগুরা মেডিকেল কলেজ, সাদিকুল হাবিব রংপুর মেডিকেল কলেজ, জিসান রসুল জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ধিরাজ রায় ময়মনসিংহ মেডিকেল কলেজ, রেজওয়ানা রিতু রংপুর মেডিকেল কলেজ, ওহনা রংপুর মেডিকেল কলেজ, নওশিন নিধি মুগদা মেডিকেল কলেজ ঢাকা, জান্নাতুল ফেরদৌস রংপুর মেডিকেল কলেজ, মেফতাহুল জান্নাত নেত্রকোনা মেডিকেল কলেজ, রাফিন সাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ, ইসরাত জাহান পটুয়াখালী মেডিকেল কলেজ, ইশতিয়াক বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ, শ্রীদেবী রায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মৌলি দিনাজপুর মেডিকেল কলেজ, মুনতাসির শিহাব চট্টগ্রাম মেডিকেল কলেজ, সানজিদা শর্মি রাজশাহী মেডিকেল কলেজ, তাসিন বিনতে রিয়াজ রংপুর মেডিকেল কলেজ, নাজিয়া নুসরাত ইমু রংপুর মেডিকেল কলেজ, সানজিদা ফারজানা মেধা চট্টগ্রাম মেডিকেল কলেজ, শাহরিয়ার হোসেন শিমুল পাবনা মেডিকেল কলেজ, নাফিস ফুয়াদ রংপুর মেডিকেল কলেজ, আহসান হাবিব ইমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর, দীপংকর রায় দিব্য খুলনা মেডিকেল কলেজ, আফ্রিদি হাসান সিয়াম রংপুর মেডিকেল কলেজ, মুনতাসির আলি চট্টগ্রাম মেডিকেল কলেজ, রিজভী নেত্রকোনা মেডিকেল কলেজ, আসাদুজ্জামান আসাদ নীলফামারী মেডিকেল কলেজ নীলফামারী ও আফিয়া ইবনাত রাজশাহী মেডিকেল কলেজ।

কলেজটির শিক্ষাদান বিষয়ে অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরুপ ফলাফল করছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।