ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১২

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় সিনেট হলে এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শনিবার অনুষ্ঠিত জাবি শিক্ষক সমিতির সাধারণ সভায় তিন শতাধিক শিক্ষকের উপস্থিতিতে গৃহীত ‘উপাচার্য প্যানেল নির্বাচনের’ দাবিসহ অধিকাংশ সিদ্ধান্ত আমলে নিয়েছে সিন্ডিকেট।



তবে ‘শিক্ষক সমাজ’ ব্যানারে আন্দোলনরত শিক্ষকদের ডিন নির্বাচন স্থগিত করার আবেদন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কোনো সিদ্ধান্ত না নিয়ে শিক্ষক সমিতির সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরকে অনুরোধ জানায়।  

বাংলাদেশ সময় : ১৫৫৮ ঘন্টা, এপ্রিল ০৯, ২০১২

সম্পাদনা: বেনু সূত্রধর ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।