ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ও উপশাখার উদ্বোধন ...

ঢাকা: সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) সাতক্ষীরার শ্যামনগরে ব্যাংকের ১৭০ তম শাখা ও ব্রহ্মরাজপুর বাজারে ৯৭ তম উপশাখার উদ্বোধন করেছে।

প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা ও উপশাখার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।