ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দ্বিতীয় সর্বোচ্চ করদাতা এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
দ্বিতীয় সর্বোচ্চ করদাতা এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান

২০২০-২১ করবছরে ফার্ম ক্যাটাগরিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ও সিলেট অঞ্চলের সর্বোচ্চ করদাতা হয়েছেন এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও মেসার্স মো. জামিল ইকবাল কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ জামিল ইকবাল।  

মোহাম্মদ জামিল ইকবালকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

 

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জামিল ইকবালকে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন ও এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।  

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সাত বছর ধরে সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মানিত হয়েছেন জামিল ইকবাল।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।