ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিডিবিএল পরিদর্শনে বসুন্ধরা এমডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
বিডিবিএল পরিদর্শনে বসুন্ধরা এমডি

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) পরিদর্শন করেছেন।  

সোমবার তিনি ব্যাংকের মতিঝিল প্রধান কার্যালয়ে যান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এ সময় পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন। বৈঠকে বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বিডিবিএল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বৈঠক শেষে ব্যাংকে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া বিভিন্ন বিভাগের কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।