ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভজনপুরে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
ভজনপুরে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভজনপুর উপ-শাখা চালু করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মীর রহমত উল্লাহর উপস্থিতে ভজনপুরের পঞ্চবর্ণ কমপ্লেক্সে এ উপ-শাখার উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পঞ্চগড় শাখার অধীনে পরিচালিত হবে এ ভজনপুর উপ-শাখাটি।

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, পঞ্চগড় চেম্বারের সাবেক সভাপতি ব্যবসায়ী আব্দুল হান্নান শেখ, পঞ্চবর্ণ কমপ্লেক্সের মালিক মোজাফফর হোসেন, ইসলামী ব্যাংকের পঞ্চগড় শাখা প্রধান মো. শফিকুল ইসলাম, ভজনপুর উপ-শাখার ইনচার্জ মো. ফয়জুর রহমান, অফিসার অ্যান্ড ডেপুটি ইনচার্জ মো. শাহিনুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকছেদ আলীসহ ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গ্রাহকদের সুবিধার্থে উপ-শাখা চালু করায় স্থানীয়রা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংকের সাফল্য কামনা করে দোয়া মাহফিলের করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।