ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টিকায় অগ্রাধিকার পাবেন ব্যাংকাররাও

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
টিকায় অগ্রাধিকার পাবেন ব্যাংকাররাও

ঢাকা: সম্মুখসারির যোদ্ধাদের সঙ্গে অগ্রাধিকারভিত্তিতে ব্যাংকাররাও কোভিড-১৯ এর ভ্যাকসিন পাবেন।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ব্যাংকারদের তালিকা চেয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

 
 
এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে ভ্যাকসিন কেনার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে কোভিড ভ্যাকসিন সংগ্রহ করে সব উদ্দিষ্ট জনগণকে কোভিড টিকার আওতায় আনা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে সরকার প্রস্তুত করা অগ্রাধিকারভুক্ত প্রতিষ্ঠানের উদ্দিষ্ট জনগোষ্ঠীর তালিকায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।  

টিকা প্রাপ্তির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ২১ জানুয়ারি তালিকা পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।