ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানি লন্ডারিং প্রতিরোধে এক্সিম ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
মানি লন্ডারিং প্রতিরোধে এক্সিম ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা: ট্রেড বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক কর্মসূচির আওতায় এক্সিম ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন এক্সিম ব্যাংকের কর্পোরেট এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ডিং ডিভিশন ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান সঞ্জীব চ্যাটার্জী।

গত ১৪ ডিসেম্বর ব্যাংকের প্রধান কার্যালয় থেকে কর্মশালাটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। কর্মশালায় মানি লন্ডারিং বিষয়ক মূল বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো মো. ফিরোজ হোসেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির এবং শাহ্ মো. আব্দুল বারী। প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন এক্সিম ব্যাংকের সকল শাখার ব্যামেলকোরা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।