ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘চীন-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব ফেলেনি করোনা ভাইরাস’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
‘চীন-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব ফেলেনি করোনা ভাইরাস’

রংপুর: করোনা ভাইরাস চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর সফরে এসে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মন্ত্রী।

বাণিজ্য মন্ত্রী বলেন, করোনা ভাইরাস আতঙ্ক ছড়ালেও বাংলাদেশ যথেষ্ট সচেতনতা অবলম্বন করছে।

এই ভাইরাসের ফলে বাংলাদেশ-চীন বাণিজ্যে এখনো তেমন কোনো প্রভাব পড়েনি। তবে পরিস্থিতির উপর নির্ভর করে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।

এবার রমজানে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রমজান মাসে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত তেল, ছোলা, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।  

ঢাকা সিটি নির্বাচনে কূটনৈতিকদের পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নিয়ম নীতি অনুযায়ী প্রত্যেকের অবস্থান বিবেচনা করে এদেশের যেকোনো বিষয় নিয়ে তাদের কথা বলা উচিত।

চালের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি খাদ্য মন্ত্রণালয়ের বিষয়।

সম্প্রতি পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রশ্নে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়েনি, তবে দেশি পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।