ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এশিয়ার বড় অর্থনৈতিক অঞ্চল  হবে শেখ মুজিব শিল্পনগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এশিয়ার বড় অর্থনৈতিক অঞ্চল  হবে শেখ মুজিব শিল্পনগর

ফেনী: ‘এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ৩০ হাজার একর জমিতে স্থাপিত এ অর্থনৈতিক অঞ্চলে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। এটি চালু হলে মিরসরাইয়ে আর বেকার থাকবে না। চলতি বছরই কয়েকটি কারখানা উৎপাদনে যাবে।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টসের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, এশিয়ান পেইন্টসের বাংলাদেশ ব্যবস্থাপক ঋতিশ দোষী, আঞ্চলিক প্রধান টম টমাস, পরিচালক রূপম কিশোর বড়ুয়া, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন।

বেজা চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বের শ্রেষ্ঠ অর্থনৈতিক অঞ্চল হবে। মিরসরাই, সীতাকুন্ড, সোনাগাজী, কোম্পানীগঞ্জ, সন্দ্বীপ উপজেলা নিয়ে এটি প্রতিষ্ঠা করা হবে। সরকার আগামী ৫ বছরে এখানে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক, ব্রিজ নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করবে। গুলশান-বনানীর চেয়েও আরো সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে দেশের দ্বিতীয় বৃহত্তম পরিকল্পিত এ শিল্প শহর।

এশিয়ান পেইন্টসের ব্যবস্থাপক ঋতিশ দোষী বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০ একর জায়গার ওপর এশিয়ান পেইন্টসের দ্বিতীয় কারখান স্থাপন করা হচ্ছে। যেখানে রং তৈরি ছাড়াও রং তৈরির উপকরণ সৃষ্টি করা হবে। যা বর্তমানে বিদেশ থেকে আমদানি করা হয়।  

‘২০২১ সালের জুন মাসের মধ্যে কারখানাটি উৎপাদনে যাবে। এশিয়ার সবচেয়ে বড় রং তৈরির কারখানা হবে এটি। এখানে ২০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করা হবে। কারখানাটিতে ২০০ জন শ্রমিকের কর্মসংস্থান হবে। এটি হবে পরিবেশবান্ধব কারখানা। ’

আলোচনা সভা শেষে অতিথিরা কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০ 
এসএইচডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।