ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুজিববর্ষ উদযাপনে প্রাইম ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
মুজিববর্ষ উদযাপনে প্রাইম ব্যাংকের ১০ কোটি টাকা অনুদান

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ব্যাংকের পক্ষ থেকে ১০ কোটি টাকার এ চেক তুলে দেওয়া হয়।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনার পরিচালক রাহেল আহমেদসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।