ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএফএসবির কাউন্সিল সভা মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আইএফএসবির কাউন্সিল সভা মঙ্গলবার

ঢাকা: ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস বোর্ডের (আইএফএসবি) ২০ তম ইসলামিক ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফোরাম ও ৩৫ তম কাউন্সিল সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। 

সোমবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জী এম আবুল কালাম আজাদ এ তথ্য জানান।  

তিনি জানান, দুইদিনব্যাপী এ সভা ঢাকায় অনুষ্ঠিত হবে।

এবারের সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।  

সভায় আইএফএসবির সদস্য দেশগুলোর গভর্নর-ডেপুটি গভর্নর, উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়া সংস্থাটির কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেবেন।  

স্ট্যাবিলিটি ফোরামে সংস্থাটির সদস্য দেশগুলোর প্রতিনিধি ছাড়াও বাংলাদেশে কার্যরত ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশ নেবেন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ