ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও, টেলর) পদে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে জনতা ব্যাংকের ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার’ পদে নিয়োগের পরীক্ষা ০৬ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

যার পরিবর্তে ২০ ডিসেম্বর বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র তালিকা ও সিট প্ল্যান পরবর্তীতে বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটের মাধ্যমে সংশ্লিষ্টদের যথাসময়ে অবহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।