ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাগুরায় রাজমিস্ত্রিদের নিয়ে বসুন্ধরা সিমেন্টের কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
মাগুরায় রাজমিস্ত্রিদের নিয়ে বসুন্ধরা সিমেন্টের কর্মশালা বসুন্ধরা সিমেন্টের ‘শৈল্পিক নির্মাণ রাজমিস্ত্রির অবদান’ কর্মশালা

মাগুরা: বসুন্ধরা সিমেন্টের গুণগত মান ও উপযোগিতা নিয়ে মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘শৈল্পিক নির্মাণ রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা। স্থানীয় ৬০ জন রাজমিস্ত্রি এ কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বিভিন্ন তথ্যপ্রমাণসহ বসুন্ধরা সিমেন্টের গুণগত মান ও স্বতন্ত্র বৈশিষ্ট্য উপস্থিত রাজমিস্ত্রিদের সামনে তুলে ধরা হয়। এসময় তারা এ বিষয়ে একমত পোষণ করেন।

 

দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের সাউথ উইংয়ের এ জি এম জিয়ারুল ইসলাম, খুলনা ডিভিশন ডি এস আই মোহাম্মদ হাফিজুর রহমান, ঝিনাইদহ এরিয়ার টি এস ই মোহাম্মদ আমিনুর রহমান, টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী আবুল হাসান, মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের প্রকৌশলী আবু হাসান প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, বসুন্ধরা সিমেন্ট তার স্বতন্ত্র মানের কারণে ইতোমধ্যে সর্বস্তরে আস্থা অর্জন করেছে। এই সিমেন্ট ব্যবহৃত হচ্ছে পদ্মাসেতু নির্মাণ প্রকল্প,পদ্মাসেতু নদীশাসন প্রকল্প, পদ্মাসেতু অ্যাপ্রোচ রোড, মেট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপনগর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প,পদ্মা রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কাশী ফ্লাইওভার প্রকল্প, রূপসা রেলসেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়।  

অনুষ্ঠানে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ১০ জন রাজমিস্ত্রিকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।