ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লবণ নিয়ে বিভ্রান্ত হবেন না: শিল্পমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
লবণ নিয়ে বিভ্রান্ত হবেন না: শিল্পমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেছেন, চাহিদার তুলনায় পাঁচ গুণ লবণ উৎপাদন হয়। আপনারা লবণ নিয়ে বিভ্রান্ত হবেন না। দেশে লবণের কোনো ঘাটতি নেই। অনেক ব্যবসায়ী রাতারাতি বড়লোক হতে এমনটা করছেন। আপনারা মনে রাখবেন এটা কোনো জুয়া খোলা না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে নিটল-নিলয় গ্রুপ আয়োজিত টাটা কোম্পানির বিশেষ গাড়ি (নতুন পিকআপ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেন, ব্যবসায়ীদের মধ্যে কিছু মানুষ আছে যারা সরকারকে বেকায়দায় ফেলতে বিভ্রান্ত ছড়াতে ব্যস্ত আছেন।

একটার পর একটা বিষয় নিয়ে তারা এ অপপ্রচারে লিপ্ত আছে। পেঁয়াজের পর তারা লবণ নিয়ে বিভ্রান্ত তৈরির চেষ্টা করছেন। আমি তাদের বলবো লবণ কোনো জুয়া খেলা নয়, এটা নিয়ে বিভ্রান্ত করবেন না। আমরা যেকোনো অনিয়ম বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

তিনি বলেন, দেশে প্রতি মাসে লবণের চাহিদা এক লাখ মেট্রিক টন এর বিপরিতে উৎপাদন হয় সাড়ে ৬ লাখ মেট্রিক টন। এছাড়া চলতি বছর নভেম্বর থেকে পুরোদমে লবণ উৎপাদন শুরু হয়েছে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। মূলত এক শ্রেণীর মানুষ আছে যারা সরকারকে অন্য সব বিষয়ে ব্যস্ত রাখতে গুজব রটাতে ব্যস্ত। অধিক লাভের আশায় এটা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা এগিয়ে নিতে কাজ করছে প্রাণ আরএফএল-নিটল গ্রুপ। এখন বিশ্ব বাজারে প্রাণের পণ্য পাওয়া যায়, এটা গর্বের বিষয়। তারা বেকার সমস্যায় বড় ধরনের অবদান রাখছে এ ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, টাটা মটরসের রিজিওনাল ম্যানেজার (সাউথ এশিয়া) আসিফ শামীম, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুল মারিব আহমাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ তানবীর শহীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।