ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর দেওয়া প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
কর দেওয়া প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব

নরসিংদী: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বলেছেন, কর দেওয়া প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। যদি কেউ কর না দেয়, তাহলে তা হবে রাষ্ট্রের প্রতি চরম অন্যায়। নাগরিকদের দেওয়া কর দ্বারাই রাষ্ট্র সকল সেবামূলক প্রতিষ্ঠানে ব্যয়ভার বহন করে। 

রোববার (১৭ নভেম্বর) বিকেলে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই।

যেসব কর্তারা কর আদায় করতে গিয়ে কোনো প্রকার অনৈতিক দাবি বা হয়রানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতীতের চেয়ে বর্তমানে মানুষ বেশি বেশি কর দিচ্ছে। গত ৩ বছরে নরসিংদীতে করদাতার সংখ্যা ১৬ হাজার থেকে বেড়ে বর্তমানে ২৫ হাজারে পৌঁছেছে। রোববার নরসিংদীতে এক হাজার করদাতা তাদের কর পরিশোধ করেছে।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১০ কর অঞ্চলের কর কমিশনার আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, সহকারী পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।