ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ফেনীতে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু ফেনীতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম কেন্দ্র উদ্বোধন করছেন মিজানুর রহমানসহ অন্যান্যরা । 

ঢাকা: ফেনীতে উদ্বোধন করা হয়েছে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম।  

বুধবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফেনীর গুদাম কোয়ার্টারের  রেলগেটে এ এজেন্ট ব্যাংকিং কার্যক্রম কেন্দ্র উদ্বোধন করেন এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এবং রিটেইল ব্যাংকিং প্রধান সৈয়দ মিজানুর রহমান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিকমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।