ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইইউটি ‘উডেন ফ্লোর জিমনেসিয়াম’ তৈরিতে আর্থিক সহায়তা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
আইইউটি ‘উডেন ফ্লোর জিমনেসিয়াম’ তৈরিতে আর্থিক সহায়তা এবি ব্যাংকের সহায়তা প্রদান অনুষ্ঠান

ঢাকা: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘উডেন ফ্লোর জিমনেসিয়াম’ তৈরিতে আর্থিক সহায়তা দিয়েছে এবি ব্যাংক।

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এবি ব্যাংক সম্প্রতি আইইউটি ‘উডেন ফ্লোর জিমনেসিয়াম’ তৈরিতে এ সহায়তা দেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য (ভারপ্রাপ্ত) ওমার জাহ -কে এ উপলক্ষে একটি চেক হস্তান্তর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামসিয়া আই মুতাসিম, আইইউটির নিয়ন্ত্রক মারুফুল ইসলাম ভূঁইয়া ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।