ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিবির দু’টি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
বিজিবির দু’টি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য দু’টি হেলিকপ্টার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

দেশের দুর্গম অঞ্চলে জরুরি ভিত্তিতে সৈন্য মোতায়েন, পণ্য পরিবহন, উদ্ধার তৎপরতা, মুমূর্ষু রোগী যাতায়াত এবং দুর্গম পার্বত্য এলাকায় পর্যবেক্ষণ অথবা নজরদারি বাড়াতে হেলিকপ্টার দু’টি কেনা হবে।

রাশিয়ান কোম্পানি ‘জেএসসি রাশিয়া’ থেকে জি-টু-জি পদ্ধতিতে এমআই ১৭১ই (সিভিল ভার্সন)  হেলিকপ্টার দু’টি ক্রয়ে সরকারের ব্যয় হবে ৩৫৫ কোটি ১০ লাখ টাকা।

 দু’টি হেলিকপ্টার চালানোর জন্য কারিগরি সহযোগিতা দেবে বিক্রয় প্রতিষ্ঠান।

বুধবার (১০ অক্টোবর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরক্তি সচিব মোস্তাফিজুর রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৈঠক সূত্রে জানা গেছে, রাশিয়ান কোম্পানি ‘জেএসসি রাশিয়া’ হেলিকপ্টারের গতি হবে সর্বোচ্চ ২৫০ কিলোমিটার, ফ্লাইট সার্ভিস সিলিং হবে ৬০০০ মিটার এবং ওজন হবে ১৩ হাজার কেজি। এসব হেলিকপ্টারে একজন স্টুয়ার্ডসহ ২৬ জন যাত্রী পরিবহন এবং বেল্টে ঝুলিয়ে পণ্য পরিবহনের সুবিধা রয়েছে।

এছাড়াও বৈঠকে আরও ১৫টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলঅদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।