ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিটি-স্বাস্থ্য খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
আইসিটি-স্বাস্থ্য খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান বৈঠকে দু’দেশের প্রতিনিধিদলের সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের আইসিটি ও স্বাস্থ্য খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। 

তুরস্কে অনুষ্ঠিত এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে (এপিএ) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় সংসদের চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল তুরস্কের ইজমিরে অবস্থান করছেন। অ্যাসেম্বলির প্রথম এক্সিকিউটিভ কাউন্সিল ও সোশ্যাল অ্যান্ড কালচারাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ ডেলিগেশনের প্রধান ফজলে রাব্বী মিয়ার সঙ্গে তুরস্কের এপিএ ডেলিগেশন প্রধান আসুমান এরদোগানের পার্শ্ব একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাংলাদেশের আইসিটি ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের জন্য তাকে এ আহ্বান জানান।

বোরবার (০৭ অক্টোবর) সংসদ সচিবালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয়পক্ষই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সংসদীয় প্রতিনিধি বিনিময়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে চলমান ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠকে ডেপুটি স্পিকার বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্মের প্রতি গভীর অনুরাগ, উদার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, দৃঢ় এবং দুরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব, কর্মঠ যুবসমাজ ও মেধাবী জনশক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মিল রয়েছে। এছাড়া দু’দেশের মধ্যে অর্থনৈতিক অংশিদারিত্ব আরও বৃদ্ধি করা যেতে পারে। বাংলাদেশে এখন বৈদেশিক বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান উল্লেখ করে তুরস্ককে আইসিটি ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় বাংলাদেশে আইসিটিতে ব্যাপক উন্নয়ন ঘটেছে বলেও তাকে অবহিত করেন ডেপুটি স্পিকার।

নির্যাতিত মুসলিম রোহিঙ্গাদের আশ্রয় ও সেবাদানের জন্য তুরস্কের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সুহৃদয় সরকার ও জনগণকে ধন্যবাদ ও প্রশংসা জানান তুরস্কের ডেলিগেশন প্রধান আসুমান এরদোগান। তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্ক অসহায় মানুষদের আশ্রয় দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বাংলাদেশের প্রতি তুরস্ক সরকারের নৈতিক এবং বস্তুনিষ্ঠ সমর্থনের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার। দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় দেশের এপিএ ডেলিগেশন প্রধানরা।

এসময় বৈঠকে বাংলাদেশ ডেলিগেশনের অন্য এক সদস্য এমপি জিল্লুল হাকিম, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসএম /ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।