ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফোর্ড গাড়ি কিনলেই ৫০ হাজার টাকা ডিসকাউন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
ফোর্ড গাড়ি কিনলেই ৫০ হাজার টাকা ডিসকাউন্ট সংবাদ সম্মেলন

ঢাকা: দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম থেকে মার্কিন ব্র্যান্ড ফোর্ড গাড়ি কিনলেই গ্রাহকরা পাবেন ৫০ হাজার টাকা ডিসকাউন্ট।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিক্রয় ডট কম ও ফোর্ড গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান এজি অটোমোবাইলস’র মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বিক্রয় ভেহিকেলসে ৬ হাজারের বেশি গাড়ির বিজ্ঞাপন আছে।

বিক্রয় ডট কম ব্যবহৃত ও রিকন্ডিশন গাড়ির জন্য জনপ্রিয় হলেও এখন বিজ্ঞাপনের প্রায় ২৫ শতাংশ নতুন গাড়ি। গ্রাহকরা ফোর্ড ব্র্যান্ডের ‘ইকোস্পোর্ট’ ও ‘রেঞ্জার’ মডেলের গাড়ি বিক্রয় ডট কম থেকে কিনলেই পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। খুব শিগগিরই আরো নতুন নতুন মডেলের গাড়ি যুক্ত করা হবে।

বিক্রয় ডট কমের হেড অব ভেহিকেলস ইসা আবরার বলেন, বিশ্ব বিখ্যাত মার্কিন গাড়ি ফোর্ড ইতোমধ্যে বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। গ্রাহকদের আগ্রহেই আমরা ফোর্ডের সঙ্গে যুক্ত হয়ে আকর্ষণীয় অফার নিয়ে এসেছি। সবচেয়ে বেশি গাড়ির তালিকা রয়েছে বিক্রয় ডট কমে। আশা করি এ অফার গ্রাহকদের সত্যিকার অর্থে উপকৃত করবে।

এজি অটোমোবাইলসের অপারেশন ডিরেক্টর ইউসুফ আমান বলেন, ব্র্যান্ড হিসেবে ফোর্ড গ্রাহকদের জন্য নতুন নতুন সব সেবা নিয়ে আসার চেষ্টা করে। এর অংশ হিসেবে ঘরে বসে পছন্দের গাড়ি কেনার সুযোগ দিতে বিক্রয় ডট কমের সঙ্গে যুক্ত হয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কমের কী অ্যাকাউন্ট ম্যানেজার অব ভেহিকেলস মিজান খান, এজি অটেমোবাইলসের ডিজিএম আবু নাসের মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
ইএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।