ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরবর্তী সরকারেও উন্নয়ন অব্যাহত থাকবে: মুহিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
পরবর্তী সরকারেও উন্নয়ন অব্যাহত থাকবে: মুহিত বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পরবর্তী সরকারের আমলেও দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত থাকার পাশাপাশি দারিদ্র্য নির্মূল কার্যক্রমও চলমান থাকবে।
 

বুধবার (০৩ অক্টোবর) বিকেলে নটরডেম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
 
অর্থমন্ত্রী বলেন, আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো বাধা সৃষ্টি হবে না।

দারিদ্র্য বিমোচনের কাজ বন্ধ হবে না। কারণ বিগত ১০ বছর ধরে দারিদ্র্য নির্মূলে কাজ করছে সরকার।
 
মুহিত বলেন, দেশে বর্তমানে প্রতিবছর ২০ লাখ মানুষের কর্মসংস্থান প্রয়োজন হয়। এর মধ্যে ৫ লাখ মানুষ কাজ নিয়ে বিদেশে চলে যায়। গত বছর প্রায় ১০ লাখ মানুষ কাজ নিয়ে বিদেশে চলে গেছে।
 
অর্থমন্ত্রী বলেন, কৃষি ও শিল্পের সম্প্রসারণ এবং পণ্যের বহুমুখীকরণ নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি বছর দুই শতাংশ দারিদ্র্য বিমোচন করা হয়েছে।
 
নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনির সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।   
 
মূল প্রবন্ধ উপস্থাপন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আজিজুর রহমান।
 
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।