ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বাধীনতা দিবসে নিরাপদ সড়কের শপথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
স্বাধীনতা দিবসে নিরাপদ সড়কের শপথ

ঢাকা: কোনোভাবেই কমছে না সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এভাবে অকাল মৃত্যুরোধে সতর্কতার সঙ্গে মোটরসাইকেল চালানোর শপথ নেবেন চালকরা।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে ‘স্বাধীনতার শপথ’ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এসিআই গ্রুপের ব্র্যান্ড ইয়ামাহা মোটরসাইকেল।

আয়োজকরা জানান, বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে পরিচিত করানোর উদ্দেশে স্বাধীনতা দিবসের দিন ট্রাফিক আইন মেনে নিরাপদ সড়ক নিশ্চিত করার অঙ্গীকারে শপথ নেবেন সহস্রাধিক বাইকার।

এবিষয়ে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, শপথ অনুষ্ঠানের পাশাপাশি আরও থাকছে বাইক স্টান্ট শো, মোটরসাইকেল শোভাযাত্রা ও দেশের জনপ্রিয় সংগীত ও নৃত্যশিল্পীদের নিয়ে মনোরম সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে http://octopibd.com/yamaha
 
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।