ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কিশোরগঞ্জে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
কিশোরগঞ্জে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে।

শনিবার (৩ মার্চ) সকালে জেলা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

মেলায় পরিকল্পনা বিভাগের ২০টি স্টল স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা সমাজসেবা কার্যালয়েরর উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, ডা. হালিমা খাতুন, স্বনির্ভর বাংলাদেশ হোসেনপুর শাখার ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।