ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব বান্ধব অ্যাওয়ার্ড পেলেন বাংলানিউজের মুন্না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
রাজস্ব বান্ধব অ্যাওয়ার্ড পেলেন বাংলানিউজের মুন্না মুন্নার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছেন খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়। ছবি: মানজারুল ইসলাম

খুলনা: রাজস্ব বান্ধব পরিবেশ সৃষ্টিতে অবদান রাখার স্বীকৃতিসরূপ খুলনা কর অঞ্চলের ‘রাজস্ব বান্ধব অ্যাওয়ার্ড-২০১৭’ পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে খুলনা মহানগরীর বয়রা এলাকায় কর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুন্নার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন আয়োজনের প্রধান অতিথি ও খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়।

খুলনার কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম-কর কমিশনার মঞ্জুর আহমেদ।  মুন্না ছাড়াও আরও ১৭ জন সাংবাদিককে রাজস্ব বান্ধব অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ছবি: মানজারুল ইসলামঅ্যাওয়ার্ডপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন- এটিএন বাংলার এসএম হাবিব, বৈশাখী টেলিভিশনের মল্লিক সুধাংশু, সময় টিভির মো. তরিকুল ইসলাম, দি ডেইলি স্টারের দীপংকর রায়, দৈনিক কালের কন্ঠের কৌশিক দে, দৈনিক প্রথম আলোর উত্তম মণ্ডল,  ইনডিপেনডেন্ট টিভির এ এইচ এম শামিমুজ্জামান, চ্যানেলটোয়েন্টিফোর.র মামুন রেজা,  দৈনিক পূর্বাঞ্চলের রফিউল ইসলাম টিটু,  দৈনিক প্রবাহের বিমল শাহা,  দৈনিক সময়ের খবরের মোহাম্মদ মিলন, খুলনা টাইমসের সুমন আহমেদ, ঢাকা টাইমসের সোহাগ দেওয়ান, নিউজটোয়েন্টিফোর’র সামছুজ্জামান শাহীন, খুলনা মেইলের নুর হাসান জনি, বাংলাদেশ বেতারের মো. জাহাঙ্গীর হোসেন, দৈনিক অনিবার্ণের মো. নাজমুল হাসান

প্রশান্ত কুমার রায় বলেন,  সাংবাদ মাধ্যমে কর বিষয়ক প্রতিবেদন প্রকাশ করার সাধারণ মানুষের করদানে ভীতি কেটে গেছে। করদানে উৎসাহ বেড়েছে। বেড়েছে খুলনাঞ্চলে রাজস্ব আদায়। আপনাদের প্রতিবেদনগুলো মূল্যায়ন করে ১৮ জন মিডিয়া ব্যক্তিত্বকে মনোনীত করে সম্মাননা দেওয়া হলো। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা,  মার্চ ০১, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।