ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গালফ ফুড ফেয়ারে ষষ্ঠবারের মতো প্রাণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
গালফ ফুড ফেয়ারে ষষ্ঠবারের মতো প্রাণ গালফ ফুড ফেয়ারে ষষ্ঠবারের মতো প্রাণ

ঢাকা: বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুডে ষষ্ঠবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলায় আটটি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।     

গালফ ফুড ফেয়ারে প্রাণ গ্রুপ স্টলগুলো সাজিয়েছে জুস অ্যান্ড বেভারেজ, কনফেকশনারি, স্ন্যাকস, বিস্কুট অ্যান্ড বেকারি, কুলিনারি, মসলা, ডেইরি ও ফ্রোজেন ক্যাটগরির পণ্য দিয়ে।

      

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ মেলায় বিশ্বের ১৮৫টি দেশের প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে।     

প্রাণের বিপণন (রফতানি) বিভাগের প্রধান আরিফুর রহমান জানান, গালফ ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়।

তিনি বলেন, এ মেলায় জুস ও বেভারেজ পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি ক্রেতাদের দৃষ্টি কনফেকশনারি পণ্যের দিকেও।  
       
বতর্মানে বিশ্বের ১৩৫টি দেশে প্রাণের পণ্য পাওয়া যাচ্ছে। গত বছর গালফ ফুড ফেয়ারে পাঁচ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের বিভিন্ন পণ্যের রফতানি আদেশ পেয়েছিল প্রাণ গ্রুপ।    

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।