ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি-ওয়েস্টিন চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
ইউসিবি-ওয়েস্টিন চুক্তি সই

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও দ্য ওয়েস্টিন ঢাকার মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সম্প্রতি এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, ইউসিবি প্লাটিনাম কার্ড গ্রাহকরা দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্ট রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার এবং স্প্যালশ রেস্টুরেন্টে বুফে বিবিকিউ ডিনারে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ সুবিধা পাবেন।

এছাড়া ব্যাংকুয়েট অনুষ্ঠানে রুম রেক ও হল ভেন্যুতে ৫০ শতাংশ, লন্ড্রি সেবায় ৩০ শতাংশ, স্পা-তে ১৫ শতাংশ ও জিমে ১৫ শতাংশ ছাড় উপভোগ করবেন।
 
ইউসিবির ইভিপি ও রিটেল বিভাগের প্রধান তৌফিক হোসেন এবং দ্য ওয়েস্টিন ঢাকার রেসিডেন্ট ম্যানেজার সাখাওয়াত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
 
অন্যদের মধ্যে ইউসিবির ভিপি ও হেড অব কার্ডস নেহাল এ হুদা, দ্য ওয়েস্টিন ঢাকার হেড অব সেলস ও মার্কেটিং মো. আল-আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।