ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চল‌তি অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
চল‌তি অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান হবে

ঢাকা: চল‌তি অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প‌রিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (১৫ জানুয়ারি) শে‌রে-বাংলা নগর এনই‌সি স‌ম্মেলন ক‌ক্ষে এক সংবাদ স‌ম্মেল‌নে মন্ত্রী এ তথ্য জানান।

‌তি‌নি আরও ব‌লেন, আমাদের অ‌নেক বেকার আ‌ছে, এ‌দের প্র‌শিক্ষণ দেওয়া হ‌বে। প্র‌তিবছর ২০ লাখ কর্মক্ষম মানুষযুক্ত হয়।

চল‌তি বছর শে‌ষে ৭ লাখ মানুষ দে‌শের বাই‌রে যা‌বে ব‌লে জানান মন্ত্রী।

বিশ্বব্যাংক প্রস‌ঙ্গে ‌তি‌নি ব‌লেন, বিশ্বব্যাংক জি‌ডিপি নি‌য়ে কম ব‌লে। এবার ৬ দশ‌মিক ৮ শতাংশ ব‌লে‌ছে এটাই অ‌নেক কিছু। ত‌বে আমরা বল‌তে চাই, চল‌তি অর্থবছর জি‌ডিপি প্রবৃ‌দ্ধি হ‌বে ৭ দশ‌মিক ৫ শতাংশ। চল‌তি অর্থবছ‌রের ছয় মা‌সে দে‌শের অ‌নেক আ‌র্থিক সূচক ভা‌লো। এ থে‌কে আমরা প্রাক্কলন ক‌রে‌ছি।

রে‌মি‌টেন্স প্র‌সঙ্গে মন্ত্রী ব‌লেন, হু‌ন্ডির মাধ্য‌মে অপ্রচ‌লিত উপা‌য়ে দে‌শে টাকা আসছে। ফ‌লে রে‌মি‌টেন্স কম দেখা‌চ্ছে। ত‌বে অপ্রচ‌লিত উপা‌য়ে টাকা পাঁচার ব‌ন্ধে সরকার পদ‌ক্ষেপ নি‌চ্ছে। ‌রে‌মি‌টেন্স খা‌তে প্র‌ণোদনা দেয়া হ‌বে। এটা করলে বি‌দেশ থে‌কে আর অপ্রচ‌লিত উপা‌য়ে টাকা আস‌বে না।

বাংলা‌দেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।