ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আনিস এ খান এবিবির নতুন চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আনিস এ খান এবিবির নতুন চেয়ারম্যান আনিস এ খান

ঢাকা: বেসরকারিখাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান ২০১৬-১৭ মেয়াদে অ্যাসোসিয়েশন অব ব্যাংর্কাস, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) রাজধানীর গুলশানে স্টেক্সকট্রা কনভেনশন সেন্টারে বিদায়ী চেয়ারম্যান ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।



ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি মহাসচিব এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন।

১৭ সদস্যের এই কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল মান্নান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান।
 
সদস্য নির্বাচিত হয়েছেন ওয়ান ব্যাংকের এমডি এম. ফখরুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী, ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার, মেঘনা ব্যাংকের এমডি মোহাম্মদ নুরুল আমিন, সিটি ব্যাংকের এমডি সোহেল আর কে হোসাইন, ব্যাংক এশিয়ার এমডি মো. মেহমুদ হোসেন, প্রাইম ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরী, সাউথ ইস্ট ব্যাংকের এমডি শহীদ হোসেন, পূবালী ব্যাংকের এমডি মো. আব্দুল হালিম চৌধুরী, সাবেক এমডি হেলাল আহমেদ চৌধুরী, যমুনা ব্যাংকের ডিএমডি একেএম সাইফুদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫ আপডেট সময়: ২০২৩ ঘণ্টা.
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।