ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ধুনটে রূপালী ব্যাংকের ৫৪৮তম শাখার উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ধুনটে রূপালী ব্যাংকের ৫৪৮তম শাখার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৪৮তম শাখার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এমপি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকায় নতুন এ শাখার উদ্বোধন করা হয়।



উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক আলতাফ হোসেন।

সেখানে বক্তব্য রাখেন- ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, রূপালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও বগুড়া জোনাল ম্যানেজার জাহাঙ্গীর রহমান আকন্দ, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ জাহাঙ্গীর, বগুড়া থানা রোড শাখার এজিএম ও ব্যবস্থাপক এম.এম.জি তোফায়েল, ধুনট শাখা ব্যবস্থাপক আসাফ উদ দৌলা, শেরপুর শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান, দুপচাচিয়া শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, জাহাঙ্গীরাবাদ শাখা ব্যবস্থাপক কামরুল হাসান, কলোনি শাখা ব্যবস্থাপক রেজয়ান বাকী, ক্যান্টনমেন্ট শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, মহাস্থান শাখা ব্যবস্থাপক জোবায়নুর রহমান, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ জিয়াউল হক ও ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫ 
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।