ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিহ্যাব মেলা শুরু

‘জমির ব্যবস্থা করলে অনেক কম দামে ফ্ল্যাট দেবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
‘জমির ব্যবস্থা করলে অনেক কম দামে ফ্ল্যাট দেবো’ ছবি: জি এম মুজিবুর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৫ দিনব্যাপী রিহ্যাব মেলা -২০১৫।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, রিহ্যাব মেলা আমাদের কাছে ঈদের আনন্দের মতো বিষয়।

আশা করি, এ মেলায় ব্যাপক দর্শণার্থীর আগমন ঘটবে। আমাদের প্রত্যাশা পূরণ হবে।

সরকারের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন,  আমাদের জমির ব্যবস্থা করলে আমরা অনেক কম দামে ফ্ল্যাট দিতে পারবো।

তিনি বলেন, মন্ত্রীর মাধ্যমে ঋণ পেয়েছি। এজন্য আমরা প্রবাসীদেরও স্বল্প সুদে ঋণে ফ্ল্যাট দিতে পারছি।

বুধবার (২৩ ডিসেম্বর)  থেকে এ মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।
 
রিহ্যাবের সভাপতি আলমগীর শামছুল আলামিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি মেলার উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এমআইএস/আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।