ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি, লক্ষ্যমাত্রা অর্জনে সংশয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি, লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় ফাইল ফটো

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে। আমদানি-রফতানি কমে যাওয়ায় অর্থবছরের প্রথম ৫ মাসে ভোমরা বন্দরে প্রায় ৫ কোটি টাকা রাজস্ব ঘাটতি পড়েছে।



বন্দরের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, বন্দরে অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১৬ কোটি ৪৩ লাখ ৬ হাজার টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২১১ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৩৯৯ টাকা।

সূত্র মতে, এনবিআর ভোমরা বন্দরে ২০১৫-১৬ অর্থবছরের জুলাই মাসে ৩২ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার টাকা, আগস্টে ৪৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা, সেপ্টেম্বরে ৪৮ কোটি টাকা ১৭ লাখ ৫২ হাজার টাকা, অক্টোবরে ৪১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার টাকা ও নভেম্বর মাসে ৪৭ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

এর বিপরীতে জুলাই মাসে ২৬ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮১১ টাকা, আগস্টে ৩০ কোটি ৯ লাখ ১৩ হাজার ২৯০ টাকা, সেপ্টেম্বরে ৫৩ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৯১১ টাকা, অক্টোবর মাসে ৫৯ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকা ও নভেম্বর মাসে ৩৬ কোটি ৩২ লাখ ১০ হাজার ৩৯৯ টাকা রাজস্ব অর্জিত হয়েছে। ফলে, অর্থবছরের প্রথম ৫ মাসে ৪ কোটি ৭৭ লাখ ৮ হাজার ৬০১ টাকা রাজস্ব ঘাটতি পড়েছে।
 
এছাড়া ডিসেম্বর মাসে ৩৫ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জনে যথেষ্ট সংশয় রয়েছে।

ব্যবসায়ীরা জানান, ভোমরা বন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি হয় ফল। সম্প্রতি আমদানিকারকরা নানা জটিলতার মুখোমুখি হয়ে ভোমরা বন্দরের পরিবর্তে সোনামসজিদ বন্দরের দিকে ঝুঁকে পড়েছে। যদিও আমদানির ক্ষেত্রে ভোমরা বন্দর সোনামসজিদ বন্দরের চেয়ে সুবিধাজনক এবং কলকাতা থেকে সবচেয়ে নিকটবর্তী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩শ গাড়ি বাংলাদেশে প্রবেশ করতো। কিন্তু সম্প্রতি গাড়ি কমে ১৬০/১৭০ এ নেমে এসেছে।
ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) শরীফ মো. আল-আমীন বাংলানিউজকে জানান, সাধারণত ব্যবসায়ীরা যেখানে বেশি সুবিধা পায়, সেখানেই যায়। সম্প্রতি ভোমরা বন্দরে আমদানি কিছুটা কমেছে। ব্যবসায়ীরা ফল আমদানিতে সোনামসজিদ বন্দর ব্যবহার করছে।

রাজস্ব আদায়ে ঘাটতির ব্যাপারে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এ ব্যাপারে ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।

এনবিআর ২০১৫-১৬ অর্থবছরে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬০০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।