ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিংগাইরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
সিংগাইরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের ৩০৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে শহীদ রফিক স্মরণীর দেওয়ান প্লাজার দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।



পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. কাওসার উল আলম, সিংগাইর শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

সভা শেষে ফিতা কেটে প্রধান অতিথি ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।