ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ডিএমডি নূরুল ইসলামকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ইসলামী ব্যাংকের ডিএমডি নূরুল ইসলামকে অব্যাহতি

ঢাকা: বেসরকারিখাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে ব্যাংকের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



রোববার (৬ ডিসেম্বর) পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের নাশকতার সময় নূরুল ইসলামের নামে তিনটি মামলা হয়েছে।
 
ধ্বংসাত্মক কার্যকলাপের মামলার আসামি নূরুল ইসলামকে মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।

এদিকে বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা পেয়ে ন‍ূরল ইসলামকে চাকরি থেকেই অব্যহতি দিয়েছে ইসলামী ব্যাংক।

এ বিষয়ে জানতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সঙ্গে যোগাযাগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর: ৭, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।