ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পীরগঞ্জে চালু হলো ইসলামী ব্যাংকের নতুন শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
পীরগঞ্জে চালু হলো ইসলামী ব্যাংকের নতুন শাখা

ঢাকা: রংপুরের পীরগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩০২তম শাখা উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।



ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনের প্রধান মো. শহিদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফা আজাদ চৌধুরী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোকছেদ আলী সরকার, সমাজসেবক মো. শহিদুল ইসলাম পিন্টু, বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ শাখার সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

এর আগে ইসলামী ব্যাংকের ৩০২তম পীরগঞ্জ শাখা উদ্বোধন উপলক্ষে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।