ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রাহক বৃদ্ধির ধারাবাহিকতায় গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
গ্রাহক বৃদ্ধির ধারাবাহিকতায় গ্রামীণফোন

ঢাকা: গ্রাহক বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখেছে দেশের শীর্ষ বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন। এক মাসে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় তিন লাখ।


 
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ অক্টোবর মাসের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
 
বিটিআরসির হিসেবে অক্টোবর মাসে দেশে ছয়টি মোবাইল অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার। আগের মাসে যা ছিলো ১৩ কোটি ১৪ লাখ ৩৬ হাজার।
 
এরমধ্যে গ্রামীণফোনের পাঁচ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার, আগের মাসে গ্রামীণফোনের মোট গ্রাহক ছিলো ৫ কোটি ৫৫ লাখ ১১ হাজার।
 
অক্টোবর মাসে বাংলালিংকের গ্রাহক তিন কোটি ২৫ লাখ ৯৯ হাজার, আগের মাসে তা ছিলো তিন কোটি ২৬ লাখ ১৫ হাজার।
 
বর্তমানে রবির গ্রাহক দুই কোটি ৮২ লাখ ৮৮ হাজার, গত মাসে ছিলো দুই কোটি ৮৩ লাখ ৭৩ হাজার।
 
এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৯৯ লাখ ৮২ হাজার, আগের মাসে ছিলো ৯৭ লাখ ১৭ হাজার।
 
সিটিসেলের গ্রাহক সংখ্যা আগের মাসের ১১ লাখ ১৩ হাজার থেকে কমে হয়েছে ১০ লাখ ৮৯ হাজার।
 
রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৪১ লাখ ৪১ হাজার, আগের মাসে যা ছিলো ৪১ লাখ ৮ হাজার।
 
বিটিআরসির পরিসংখ্যানে দেখা যায়, দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছে। বর্তমানে ইন্টারনেট গ্রাহক সংখ্যা পাঁচ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার। ইন্টারনেট গ্রাহক সংখ্যা আগের মাসে ছিলো পাঁচ কোটি ৪০ লাখ ৫৮ হাজার।
 
বর্তমানে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা পাঁচ কোটি ২৩ লাখ ৩১ হাজার, ওয়াইম্যাক্স এক লাখ ৫৯ হাজার, আইএসপিএন ও পিএসটিএন ২১ লাখ ৬৮ হাজার।
 
সর্বশেষ ৯০ দিন ব্যবহার করেছেন- এমন সংখ্যা বিবেচনায় নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য প্রকাশ করেছে বিটিআরসি।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।