ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভুটানের সঙ্গে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক মঙ্গলবার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ভুটানের সঙ্গে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক মঙ্গলবার

ঢাকা: বাংলাদেশ-ভুটান বাণিজ্য সচিব পর্যায়ের দু’দিনের সভা মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হবে। এটি বাণিজ্য সচিব পর্যায়ের চতুর্থ সভা।



ঢাকায় সভাটি অনুষ্ঠিত হবে ফরেন ট্রেড ইনস্টিটিউটে (বিএফটিআই)।

গত বছর এপ্রিল মাসে ভুটানের থিম্পুতে তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কেট অ্যাকসেস, হাইড্রো পাওয়ার,  ট্রানজিট, বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে এলসি প্রক্রিয়া সহজীকরণ, শুল্ক ও অশুল্ক বাধা দূরকরণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এছাড়া গত সভার সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হবে। ভুটান থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।
 
বাংলাদেশ ভুটানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ এবং তৃতীয় ব্যবসায়িক অংশীদার। গত ৫ বছরে বাংলাদেশ-ভুটান বাণিজ্য বেড়েছে ৫০ শতাংশের বেশি। বিবিআইএন ট্রানজিট ও দ্বি-পক্ষীয় ট্রানজিট আলোচনা ও নৌ পথে দু’দেশের মধ্যে ব্যবসা বৃদ্ধিকে বাংলাদেশ গুরুত্ব দেবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএস/এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।