ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০-১৫ টাকা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০-১৫ টাকা 

দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় দাম কমেছে পেঁয়াজের। প্রকার ভেদে প্রতি কেজিতে দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।

 

এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। এই সপ্তাহের শেষ তিন কার্যদিবসে ১ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।  

মঙ্গলবার (১ অক্টোবর) হিলি স্থলবন্দরে প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮২ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি।

দুর্গা পূজার আগে দাম আরও কমার সম্ভাবনা আছে বলে জানান আমদানিকারকরা।

দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বন্দরের পাইকারদের মাঝে। বন্দরের পাইকারি ব্যবসায়ী বাবুল হোসেন জানান, পেঁয়াজের দাম কম হলে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়। বিভিন্ন আড়তে পেঁয়াজ পাঠাতে পারি। অনেক অর্ডার থাকে যখন দাম কম থাকে। হঠাৎ দাম বেড়ে গেলে ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়।  

পেঁয়াজ কিনতে আসা সহিদুর রহমান জানান, এক সপ্তাহ আগে ৯০ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হয়েছিল। আর ভালো পেঁয়াজের দাম আরও বেশি ছিল। আজকে কেজিতে ১০ টাকা কমে কিনছি। এটা আমাদের সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়।  

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, পেঁয়াজের ওপর শুল্ক হার হ্রাস ও ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতে আমদানিকারকগণ বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছেন। যার কারণে আমাদের দেশে আমদানিকৃত পেঁয়াজের দামও কমতে শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।